রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন মাওলানা মামুনের সাথে কথা বললে তিনি আমার দেশকে এসব কথা বলেন।
জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন বাবা মোহাম্মদ শফিক, মা রোশন আক্তার ও স্ত্রী খাদিজা বেগম। এ সময় আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। মাওলানা মামুনুর রশীদ বর্তমানে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে তাকে ভর্তি করা হয়।